Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোবাইল চার্জে দিতে গিয়ে বিস্ফোরণ, শিশু আহত

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে রাব্বি (১২) নামে এক শিশু।

সে পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের মোহাম্মদ আব্দুল আজিজ গাজীর ছেলে।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাব্বি পরিবারের মোবাইলে চার্জ দিতে যায়। চার্জার বিদ্যুতের সুয়েজ বোর্ডে লাগানোর সময় হঠাৎ মোবাইল টি বিস্ফোরিত হয়। যা তার মুখ-মন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে লেগে আহত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমান শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন