যুবদল কর্মী মাসুমের অব্যাহতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

খানজাহান আলী থানার আওতাধীন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য যুবদল কর্মী শাহরিয়ার খান মাসুমকে দল থেকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার অব্যাহতি প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১৯ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাহরিয়ার খান মাসুমকে নিয়ে দলের আভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে প্রাপ্ত অভিযোগ বিবেচনা নিয়ে দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য মহানগর বরাবর সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সাংগঠনিকভাবে দলের কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে বা যে কোন সিদ্ধান্ত গ্রহণে মহানগর বিএনপি বরাবর সুপারিশ করতে হয়, কিন্তু থানা বিএনপি’র দায়িত্বরত দপ্তর না বোঝার কারণে থানা বিএনপি থেকে বহিষ্কারের একটি চিঠি ইস্যু করা হয়, যা সাংগঠনিকভাবে সঠিক হয়নি। পরবর্তী সময়ে উভয়পক্ষ তাদের ভেতর ভুল বোঝাবুঝির বিষয়টি অবসান হয়েছে, মর্মে আমাদেরকে অবহিত করায় দলের দুঃসময়ের কর্মী শাহরিয়ার খান মাসুমের উপর নেওয়া পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে, দলের সকল কার্যক্রমের সাথে পূর্বের ন্যায় সক্রিয় থাকার জন্য আহ্বান জানানো হয়।

 

খুলনা গেজেট/লিপু/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন