Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসে দুই কোটি টাকা মূল্যের মাদক ‘আইস’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘আইস’ নামক মাদক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা-খুলনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ওই মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে।

পুলিশ হেফাজতে নেওয়া দু’জন হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার রমজান শেখের ছেলে (চালক) বিল্লাল শেখ (৪০) এবং একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে (হেলপার) সুকুমার অধিকারী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে একটি কাগজের বিস্কুটের কার্টনের মধ্যে ২ কেজি ‘আইস’ নামক মাদক পাওয়া যায়। এর মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এ সময় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়। মাদক বহনের জন্য বাসটিও জব্দ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, জব্দ হওয়া ‘আইস’ মাদক দেখতে সাগু দানার মতো। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন