ফুলতলায় দেশীয় পিস্তল, পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্ত রায় চৌধুরী বলেন, রাত ১১ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার পয়গ্রা‌মের বা‌সিন্দা হাসানুর ফ‌কি‌রের বা‌ড়ির বাইরে ফাকাস্থানে এক‌টি ব্যাগের ম‌ধ্যে অস্ত্র এবং গোলাবারুদ র‌য়ে‌ছে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা সেখা‌নে অ‌ভিযান চালায়।ব্যাগের মধ্য থে‌কে এক‌টি উন্নত মা‌নের পিস্তল, দেশী তৈ‌রি পাইপগান এবং ৫ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। ত‌বে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়‌নি। থানায় সাধারণ ডা‌য়েরি করা হ‌য়ে‌ছে। আশপা‌শের লোকজন এ ব্যাপা‌রে কিছু বল‌তে পা‌রে‌নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন