Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ইজিবাইকের ধাক্কায় রোহান ফরাজি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে মহানগরীর লবনচরা মোহাম্মদ নগর পল্লবী সড়কের সামনে এ ঘটনা ঘটে। সে মোহাম্মদনগর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা জাফর ফরাজির ছেলে।

খুলনার লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু রোহান বিকেলে রাস্তা পারাপারের সময় গল্লামারীগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ইজিবাইক চালক আ: হালিমকে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন