খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্য মুনীর আহমেদকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আল-আমিন রাকিব এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা শীলা হালদারকে আন্দোলনের মুখে অপসারণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি এডহক কমিটির সদস্য মুনীর আহমেদ হাসপাতালের প্রয়োজনে ওই দুই কর্মকর্তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
খুলনা শিশু হাসপাতাল এডহক কমিটির সদস্য মোঃ মুনির আহমেদকে আওয়ামী দোসর আখ্যায়িত করে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত আওয়ামী লীগের গঠন করা হাসপাতাল পরিচালনা বোর্ডের একজন সদস্য ছিলেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি বহিষ্কৃত, অত্যাচারিত, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, হাসপাতালের অর্থ আত্মসাতকারী দুই বিতাড়িত ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে স্বপদে বহল করার জন্য খুবই আন্তরিক।
এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মুনীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণের দাবি জানান। একইসঙ্গে তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে এডহক কমিটি থেকে মুনীর আহমেদকে অপসারণ এবং বরখাস্তকৃত দুই কর্মকর্তার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি করে শূন্য পদে নতুন নিয়োগ প্রদানের আহ্বান জানান।
খুলনা গেজেট/হাসানুজ্জামান/এসএস