খুলনার রূপসায় সাকিব শেখ ইব্রাহিম (২২) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাকিব শেখ নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকার মোঃ সালাম শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের ১৬ টি মামলা রয়েছে। এর মধ্যে তদন্তধীন ২টি হত্যা মামলা ১টি ডাকাতি মামলা রয়েছে। সে বি কোম্পানির অস্ত্রধারী ক্যাডার।
শনিবার (৯ জুলাই) দুপুরে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
খুলনা গেজেট/এনএম