খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে রাজ (২৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। শুক্রবার রাতে সাড়ে ১১ টার দিকে নগরীর লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকায় ঘটনাটি ঘটে।
আহত যুবক ওই এলাকার বাসিন্দা শাহাজাহান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মাদক কারবারি নিয়ে জখম রাজ এবং প্রতিপক্ষ হালিম ও বাবুর সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে ওই দু’যুবক। শুক্রবার রাতে সে সুযোগ পেয়ে আর হাত ছাড়া করতে চায়নি বাবু এবং হালিম। এদিন রাতে হালিম এবং বাবু চা-পাতি ও রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামন বলেন, মাদক কারবারির বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে বাবু ও হালিম তাকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করতে থাকে। আহত যুবক রাজকে রাতে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থা ভাল থাকায় আবার তাকে খুলনায় নিয়ে এসেছেন পরিবারের সদস্যরা। পরিবার থানায় ওই দু’জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
খুলনা গেজেট/সাগর/এনএম