বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফুলতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় নানা বাড়ি বেড়াতে এসে মোঃ ইয়াছিন মোড়ল (৪) নামে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। সে পাটকেলঘাটা এলাকার আলামিন মোড়লের ছেলে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টায় ফুলতলার জামিরা গ্রামে নানা কামরুল গাজীর বাড়িতে।

ইউপি সদস্য আঃ কুদ্দুস জানায়, কয়েকদিন পূর্বে শিশু ইয়াছিন তার মায়ের সঙ্গে নানা কামরুল গাজীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে ওই শিশুটি প্রকৃতির ডাকে বাইরে গেলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই শিশুটির মা খোজাখুজির এক পর্যায়ে পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে ফূলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন