Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যারা আমাদের নিষিদ্ধ করেছিল আজ তারাই নিষিদ্ধ হয়ে গেছে: আব্দুল খালেক

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক  বলেছেন, ইসলামী আন্দোলনের পথ সব সময়ই কণ্টকাকীর্ণ। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই এ পথ অতিক্রম করতে হয়। আগামী দিনের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রুকন প্রার্থী ভাইদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল-সেই আওয়ামী লীগই আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে, ইসলামের আলো কখনোই দমিয়ে রাখা যায় না। যারা এই আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাদেররকেই নিভিয়ে দেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য রুকন প্রার্থীদের নৈতিকতার মানদন্ডে উত্তীর্ণ হতে হবে। ব্যক্তি গঠন ও মানুষের কাছে চারিত্রিক সৌন্দর্য উপস্থাপন করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অর্থনৈতিক কুরবানি অপরিহার্য। সেই বিষয়টি মাথায় রেখে ত্যাগ ও কুরবানির চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন প্রার্থী ও সম্ভাব্য রুকন প্রার্থী শিক্ষা শিবির-২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলামের পরিচালনায় আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি এডভোকেট মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক স ম এনামুল হক, অধ্যাপক আব্দুর রব, আশরাফুল আলম প্রমুখ।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আল্লাহ জান্নাতের বিনিময়ে মানুষের জান ও মাল কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পর সেই জান ও মাল আবার আমাদের কাছেই আমানত রেখেছেন। দ্বীন কায়েমের পথে ঐ জান ও মাল ব্যয় এবং কুরবানির আদেশ দেওয়া হয়েছে। সংগঠনের কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। সংগঠনের কাজ করে যখন নিজে তৃপ্তি পাবেন, তখন বুঝতে হবে শপথের উপর টিকে আছেন। শপথ অটুট রয়েছে। তাই এক আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিকতার সাথে অগ্রাধিকারের ভিত্তিতে সংগঠনের কাজ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা এমরান হুসাইন বলেন, ইসলামের বিজয়ের জন্য ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় মানুষকে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাতে হবে। আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা হলো সৎ নেতৃত্বের সংকট। এ সংকট নিরসন ছাড়া জাতির সামগ্রিক উন্নয়ন অসম্ভব। বর্তমান পরিবর্তিত বাংলাদেশের মূল প্রেরণা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। এজন্য প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব। এ চাহিদা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য রুকন প্রার্থীদের নিজেদের আত্মগঠন ও মানোন্নয়নের পাশাপাশি গণমুখী বৈশিষ্ট্য অর্জন করতে হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন