Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাগর মোল্লা নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক পূর্ব বানিয়াখামার বড় মসজিদ এলাকার রেজাউল মোল্লার ছেলে।তিনি ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, লবণচরা থানার আশিবিঘা এলাকায় সাগর মোল্লাকে একা পেয়ে ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার পিঠের বাম পাশে এবং পেটের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ বিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসা করা হলেও এলাকার কেউ এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

খুলনা গেজেট/সাগর/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন