Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা জেলা শাখার বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক

প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় ।

বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করেন কলেজের অধ্যক্ষ রুমা নন্দী এবং সংগঠনের সভাপতি, পরিবেশ যোদ্ধা, নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠক নাগরিক নেতা মিজানুর রহমান বাবু, পরিবেশবাদী সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, খ ম শাহীন হোসেন, সাংবাদিক শাহীন হাওলাদার, মোঃ আরিফ হোসেন সহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ।

এসময়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের জীবন-জীবীকার স্বার্থেই নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষ রোপনের অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের যাপিত জীবনের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে থাকি পরিবেশ-প্রকৃতি থেকে। পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে না পারলে আমাদেরকে এক মুহুর্তও টিকে থাকা সম্ভব না। বক্তারা সকলকে বর্ষা মৌসুমে প্রত্যেকের সাধ্যমত বৃক্ষ রোপন, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষনের আহ্বান জানিয়ে বলেন, এদেশ, এ পৃথিবী আমাদের, সুতরাং এখানকার পরিবেশের ভারসাম্য রক্ষার কাজটি আমাদেরকেই করতে হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন