বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদন

গেজেট ডেস্ক

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খুলনা জেলা কমান্ডকে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কমান্ড জেলার ১১ সদস্য কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাও দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) এ কমিটি অনুমোদন দেন।

নতুন কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহবায়ক- বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রশিদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স।

সদস্যবৃন্দ- বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার গোলদার, বীর মুক্তিযোদ্ধা এস এম তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবর মিস্ত্রি, বীর মুক্তিযোদ্ধা ভূপাল চন্দ্র মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর সবুর গাইন, বীর মুক্তিযোদ্ধা গাজী হুমাউন কবীর ও বীর মুক্তিযোদ্ধা মোবারেক আলী।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন