খুলনার রূপসা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি আজ ৫ আগষ্ট বিকালে পূর্ব রূপসা এলাকায় অনুষ্ঠিত হয়।
র্যালিটি বাগমারাস্থ নৈহাটি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে পূর্ব রূপসা ঘাট এলাকা প্রদক্ষিণ করে পূর্ব রূপসা রেল স্টেশন প্রাঙ্গণে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান ও সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
পথসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, খুলনা জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, মহসিন জমাদ্দার, ইলিয়াস শেখ, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, আজিজুল ইসলাম নন্দু, জাহিদুল ইসলাম রবি, শ,ম হাসিবুর রহমান, শরিফ খন্দকার, হাকিম কাজী, শামীম হাসান, শাহ আলম ভূইয়া, আসাদুজ্জামান বিপ্লব, মহিতোষ ভট্টাচার্য, ইউনুছ গাজী, মাঈনুল হাসান, বাবুল শেখ, আজিবুল্লাহ শেখ, জাহাঙ্গীর হালদার, নজরুল ইসলাম, সাজ্জাত হোসেন, কবির শেখ, মিজানুর রহমান,সরদার শিহাব উদ্দীন, সেলিম রেজা,বাবু মোল্যা, জহিরুল হক শারাদ, টিটো জমাদ্দার, মেজবা মোল্যা, কামরুজ্জামান জুয়েল রানা, আসাদ পাইক, রনি লস্কর, ওহিদুল ইসলাম,মনিশংকর রায়, মনির লস্কর, বেল্লাল শেখ, জাকির শেখ, ফারুক আহম্মেদ, আরমান প্রমূখ।
খুলনা গেজেট/এসএস