Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় শিবিরের উদ্যোগে ‘জুলাই জাগরণ’ র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে ‘৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির প্রতিপাদ্য ছিল—‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ।’
র‌্যালিটি মঙ্গলবার (০৫ আগস্ট) বিকাল ৪.৪৫ মিনিটে ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র‍্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পুরো দেশে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই-আগস্ট বিপ্লবে সহযোগিতা করেছিল।
মহানগর শিবিরের সেক্রেটারি রাকিব হাসান বলেন, জুলাই আন্দোলন ছিলো সর্বস্তরের মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলন। তাই,  আমরা আশা করছি, জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বক্তব্যের প্রতিচ্ছবি হবে না। এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ, গাজীকে স্বীকৃতি দিতে হবে।
র‍্যালি ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন,  ইসরাফিল হোসেন,  আসিফ বিল্লাহ,  এস এম বেলাল হোসেন, ক আহমাদ সালেহীন,  সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন