খুলনা মহানগর উপজেলা যুবদলের ৫১ সদস্যের পৃথক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। গত ৪ আগস্ট কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন দেন।
মহানগর যুবদলের
আহ্বায়ক হলেন শেখ আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. সোহেল মোল্লা, মাহামুদ হাসান বিপ্লব, মো. মিজানুর রহমান মিজান, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খায়রুজ্জামান শামিম, গোলাম জুলকার নাইন, নাসিম আহম্মেদ ইমন, এড. বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজিদ আহমেদ মিশু, মো. জাহিদুল ইসলাম।
আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন মাসুদ পারভেজ লিটন, ওমর ফারুক খাঁন, নূরুল কবির রনি, রাফিজুর রহমান রাসেল খান, জসিম উদ্দিন ডেভিড, ইঞ্জিঃ মোশফেকুর রহমান মিলন, মাসুদ পারভেজ বাবু, সামাদ বিশ্বাস, মারুফ হোসেন কবির, মো. ফারুক হোসেন, নাসির উদ্দিন আকন, আজমাইন হোসেন রাসেল, মো. নাদিমুল ইসলাম, বজলুর রশিদ রুবেল, হাসিবুর রহমান রাজু , ফয়েজ আহম্মেদ দিপু , মো. ইয়াকুব আলী পাটোয়ারী, তানভির মঈন ইমরান , জুয়েল হোসেন সাদ্দাম, মেহেদি হাসান বাবু , মো. মেজবাহ হাওলাদার, আশিকুল আনাম আশু , জসিম শেখ , রবিউল ইসলাম রবি, এড. মোঃ শাহজাহান ঠাকুর, শেখ মোঃ শাহীন , কাজী আলী হোসেন, খান ফিরোজ আহম্মেদ, মো. জুবায়ের হোসেন, রনি মল্লিক, সাদিক আশফাক অভি, মো. আশরাফুল ইসলাম রাজু , মো. আজিজুল, জাহিদ হোসেন, মো. সাহেল আল মেহেদি শান্ত, মো. শুকুর হোসেন।
|| জেলা যুবদল ||
জেলা যুবদলের কমিটিতে
আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল কাফি সখা,
সদস্য সচিব শেখ নাদিমুজামান জনি,
যুগ্ম আহ্বায়করা হলেন গোলাম মোস্তফা তুহিন, মোল্লা আইয়ুব হোসেন, মো. জাবির আলী, মো. রুবেল মীর, মাশকুর হাসান ফ্রান্স, অহিদুজ্জামান সোহাগ, তানভীর আহম্মেদ সুমন, আলমগীর হোসেন লালন, এস, এম জাহিদুর রহমান শোভন, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তায়েফ উদ্দীন দারা, জিহাদুল হক জিহাদ, তৌহিদুর রহমান শান্ত।
সদস্যরা হলেন রাসেল আহম্মেদ নাসিম, সেলিম চৌধুরি, আমিন গাজী নয়ন, হাবিব উন নবী-পির আলী, মোল্লা মাহমুদুল হাসান মিঠু , বশির আহম্মেদ শাহিন, সৈয়দ মেজবাউল হক শুভ, মোস্তফা খালিদ, মোস্তাফিজুর রহমান আজিবর (দপ্তরে সংযুক্ত), সোহেল রানা তুহিন, এ্যাড. আশিকুজ্জামান আশিক, এ্যাড. আ.ফ.ম মুক্তারুজ্জামান মুক্তা, আসাদুজ্জামান সুমন, আব্দুল্লাহ আল মামুন রাজু , শাওন ইবনে আকবর, এম ডি জাকারিয়া আহম্মেদ, মো. শাহিন মোল্লা, সিরাজুল ইসলাম পরাগ, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, মাসুদ রানা, রাসেল শেখ, বদরুজ্জামান শেখ বাবু , মো. ইমরান হোসেন, মোল্লা মাহবুব আলম, মফিজুল ইসলাম, মুক্তাদির বিল্লাহ, শেখ ফারুক (দপ্তরে সংযুক্ত), জাফর ইকবাল পাপ্পু মীর, তরিকুল ইসলাম রিপন, মো. আবু হানিফ, ডা. হাসানুজ্জামান হাসান, শেখ হাফিজুর রহমান বাবু , নজরুল ইসলাম আকন, এস এম নাসির উদ্দীন।
খুলনা গেজেট/এইচ/এসএস