খুলনার রুপসায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের একমাত্র শহীদ ইয়াসিনের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রূপসা উপজেলা প্রশাসন, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকলে শহীদ ইয়াসিনের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে, তাঁর কবর জিয়ারত করেন।
পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবীব প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিপুল গাজী, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারাম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, মো. ইলিয়াস, আজিজুল ইসলাম নন্দু, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, ইসলামী আন্দোলন নেতা হেলাল উদ্দিন ও জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোল্লা ফরহাদ হোসেন।
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের থেকে বক্তৃতা করেন, জেলার সংগঠক তামিম হাসান লিয়ন, জেলার যুগ্ম আহ্বায়ক শামীম হাওলাদার, সদস্য তরিকুল ইসলাম, নাঈম রেজা, কাইফ শেখ, মাহাফুজ, প্রভাষক বাসির আহম্মেদ লালু, মুক্তিযোদ্ধা আঃ মালেক শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম