Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় নবাগত অনার্স শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান

খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় অনার্স নবাগত শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসার সেমিনার হলে অনুষ্ঠিত হয়। শুরুতেই কুরআন তেলোয়াত করেন অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী সিরাজুম মুনির। ইসলামী সংগীত পরিবেশন করেন আফজাল শরীফ। পরে আগত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এসময় খুলনা আলিয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি মোঃ আব্দুর রহিম সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই মাদ্রাসাটি দক্ষিণাঞ্চলের অন্যতম একটি প্রতিষ্ঠান। যোগ্য আলেম হয়ে জ্ঞান ছড়াতে হবে সমাজে। কুরআন ও হাদিসের দাওয়াত সমাজে ছড়িয়ে দিতে হবে। ৩৩ বছরের জীবনে এই ক্যাম্পাসে অনেক দল দেখেছি। অত্যাচারীরা খালি হাতে ফিরে গিয়েছে, বিনয়ীরা হয়েছে সফল।

কামিল আদিব বিভাগের প্রধান ড. রবিউল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। মাদ্রাসায় পড়লে ইহকাল শান্তি ও পরকালীন‌‌ মুক্তি লাভ করবে। একাডেমিক দিক থেকে অন্যদের তুলনায় তোমরা এগিয়ে আছো। আলোচনা শেষে তিনি সবক পাঠ করান ও মোনাজাত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি মোঃ আব্দুর রহিম সরদার। ফিকহ বিভাগের মুফতি হাসান মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন অনার্স হাদিস বিভাগের বিভাগীয় প্রধান সাইদ আহমেদ, কামিল কুরআন বিভাগের বিভাগীয় প্রধান মুফাসসির মাহাবুবুর রহমান, কামিল হাদিস বিভাগের বিভাগীয় মুহাদ্দিস শমসের আলী, আরবি প্রভাষক মাওলানা হাসমাতুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাযিল, স্নাতক, কামিল শ্রেণির শিক্ষক-শিক্ষিকা ও স্নাতকের শিক্ষার্থীগণ।

খুলনা গেজেট/ রহমাতুল্লাহ/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন