Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

পাইকগাছায় রাস্তায় শিশু জন্ম দেয়া পাগলিটি ফিরে পেলো পরিবার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় রাস্তার জন্ম দেয়া শিশুর মা সেই মানসিক ভারসাম্যহীন পাগলি সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে গেল তার আপন ঠিকানায়।
শিশু জন্ম দেয়ার ৬দিন পর এবং হারিয়ে যাওয়া দীর্ঘ ১৯ মাস পর তার পিতা আলমগীর হোসেন তাকে নিয়ে গেলেন। বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে তার বাড়ী, নাম ‘পারুল’।
গত ২৯ জুলাই খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করে এক পাগলি (পারুল) ।  মা হয়েছে পাগলি বাপ হয়নি কেউ এ শিরোনামে সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। ফেসবুকে দেখে  সন্ধান পায় তার পরিবার।
ফেসবুকের সুত্র ধরে সোমবার দুপুরে তার বাবা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাদীন থাকা অবস্থায় তাকে নিয়ে যায়।
পিতা আলমগীর হোসেন জানান মেয়ের ১২ বছর আগে থেকে মাথায় সমাস্যা। ১৯ মাস আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয়। তার পাঁচ সন্তানের মধ্যে এটা তার বড় সন্তান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, পাইকগাছা হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন। আমাদের তত্বাবধানে তাকে তার পিতার সাথে সেখানে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাগলি’র (পারুল’র) পরিবারটি খুবই অসহায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে পাবনা  মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন।আইনে প্রক্রিয়ায় সু-ব্যবস্থা করা হবে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন