খুলনার ডুমুরিয়ায় জলবায়ুসহণশীল প্রকল্পের আওতায় মিকশিমিল মৎস্য আহরণ কেন্দ্রে সোমবার (৪ আগস্ট) স্থানীয় মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
জানা যায়, একটা সময় মৎস্যজীবীরা বিল, জলাশয় ও ঘের থেকে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ আহরণ করত না। সম্পূর্ণ নিজেদের ইচ্ছানুযায়ী তারা মাছ শিকার, সংরক্ষণ, পরিচর্যা ও বিপণন করতেন। এতে শতকতা ৩০ ভাগ মাছের গুণাগুন নষ্ট হত। এসমস্ত অসুবিধার কথা বিবেচনা করে উপজেলার মিকশিমিল, রুদাঘরা ও শিংগা বিলের একটি খালের মুখে পাকা ঘাট, নৌকা রাখার ব্যবস্থা, মাছ পরিষ্কার করাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা হাতে কলমে শেখানো হয়। পরে তাদের মাঝে, জাল, বাস্কেট, স্বাস্থ্যসম্মত টেবিল, বেলচা, ওজন দেয়ার ডিজিটাল মেশিন হস্তান্তর করা হয়। এই সুবিধা পাচ্ছে ১ হাজার মৎস্যজীবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, এফএওর ন্যাশনাল কো অর্ডিনেটর ডঃ আবুল হাসনাত, ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জিল্লুর রহমান রিগ্যান, এফএওর ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাসুদুর রহমান, ফিল্ড কো অর্ডিনেটর ডঃ রফিকুল ইসলাম খান প্রমূখ।
প্রসঙ্গত, জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) তহবিলের সহায়তায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলায় এ উদ্যোগ নেয়া হয়।
খুলনা গেজেট/এসএস