Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় ফিড কোম্পানির মামলায় কারাগারে পোল্ট্রী ব্যবসায়ী পলাশ

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ফিড কোম্পানির চেক-ডিজঅনার মামলায় কারাগারে গেলেন পোল্ট্রী ব্যবসায়ী পলাশ শেখ (৩৮)। সে সাজাপ্রাপ্তসহ ৯টি ওয়ারেন্টভুক্ত আসামী।

রোববার (৩ জুলাই) বিকালে কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পলাশ শেখ কালিকাপুর গ্রামের মৃত মঞ্জু শেখের ছেলে। সোমবার (৪ জুলাই) আসামী পলাশ শেখকে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নে আকড়া গ্রামে পোল্ট্রী খামার ছিলো পলাশের। বিভিন্ন ফিড কোম্পানির নিকট থেকে চেক দিয়ে বাকিতে মুরগীর খাবার নিতেন তিনি। সময়মত টাকা পরিশোধ না করায় ফিড কোম্পানিগুলির সাথে বৈরী সম্পর্ক তৈরী হয় পলাশের! তার বিরুদ্ধে ফিড কোম্পানিগুলি আদালতে একের পর এক বিভিন্ন চেকের মামলা দায়ের করে। তার নামে ৯টি মামলা করা হয়। সব গুলোতে তার নামে ওয়ারেন্ট হয় । এর মধ্যে ৫টিতে সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে তার ৩ বছর ৯মাস কারাদণ্ড এবং অর্থদণ্ড ২ কোটি ৭০ হাজার টাকা।

থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, আসামী পলাশকে গ্রেফতারের জন্য প্রায় ১ বছর ধরে পুলিশ বিভিন্ন জায়গায় খুঁজেছে। এরই একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রবিবার (৩ জুলাই) বিকালে যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট বাজার থেকে গ্রেফতার করা হয়। অভিযানে ছিলেন এসআই ইব্রাহিম হোসেন, এএসআই জামির আলী ও এএসআই লাভলু হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন