কয়রায় বকেয়া ১৩ মাস বেতন বাকি রেখে সিভিল সার্জন কর্তৃক আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা হাসপাতালে এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষ অবস্থান কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই হাসপাতালে আউটসোর্সিং ৩০ জন কর্মচারী কাজ করছি। ১৩ মাস আমাদের কোন বেতন দেয় না। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করিতেছি। এর মধ্যে হঠাৎ করে গত ২৯ জুলাই তারিখে খুলনার সিভিল সার্জন স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে আমাদের চাকরিচ্যুত করেছে। একই সাথে আমাদের বকেয়া বেতনভাতা দেয়নি। বর্তমানে হাসপাতাল থেকে আমাদের বের করে দিয়েছে। আমরা আমাদের পাওনা বকেয়া বেতন ভাতা ও পুনরায় আমাদের চাকরিতে যোগদান করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আউটসোর্সিং কর্মী মো. মাহবুবুর রহমান, মো. মাসুূুদুর রহমান, মো. আলিমুজ্জামান টুটুল, মো. আব্দুল কাদের, মো. আশিকুজ্জামান, মো. আঃ রউফ, আহমেদ মুর্তেজা, আয়েশা খাতুন, খাদিজা খাতুন প্রমুখ।
খুলনা গেজেট/এএজে