Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

জেলা কৃষকলীগ নেতা বাবুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় সন্ত্রাসী কর্মকান্ড এবং নাশকতা মামলায় জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল ওরফে বাবুল প্রফেসরকে কারগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে খুলনা ১ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।

এর আগে রোববার বিকেল ৫ টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে পাইনিয়ার মহিলা কলেজের পূর্ব পাশ ডাক্তার গলি থেকে আটক করে। পরে তাকে খালিশপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়, আশরাফুজ্জামান বাবুল দেয়াড়া যুগিহাটি গ্রামের বাসিন্দা এমলাক উদ্দিনের ছেলে। তিনি খুলনা জেলা কৃষকলীগের সভাপতি এবং আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীতা করেন। এ ঘটনায় ২০২৪ সালে ১৮ আগস্ট খালিশপুর থানায় একটি মামলা হয় যার নং ২। তিনি সেই মামলার সন্দিগ্ধ আসামি। রোববার বিকেলে তাকে সাউথ সেন্ট্রাল রোড থেকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন