Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীর দৌলতপুরে ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে ধারলো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) রাত ৯ টার দিকে ওই যুবককে গলাকেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিক পাড়া খানা বাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে বলে জানা যায়। নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। নিহত আল আমিন দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার সাহেদ আলীর ছেলে। রাতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেল সহ গলাকাটা অবস্থায় একটি যুবকের লাশ মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ির সামনে পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে জানতে পারি গাড়িটি চলন্ত অবস্থায় ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।

তিনি বলেন, ধারলো অস্ত্রদিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। ওই যুবকের পরনে গেঞ্জি এবং গ্যাবাডিনের প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পরপরই ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হন। আশপাশের সিসি ফুটেজ নেওয়া হয়েছে। হত্যাকান্ডের পর ওই এলাকার কেউ মুখ খুলছে না।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন