Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছার কপোতাক্ষ নদে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরম পীরের দরগা এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসতে থাকা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দেবদুয়ার গ্রামের ধর্ম পিরের মাজারসংলগ্ন কপোতাক্ষ নদে মরদেহটি প্রথম দেখতে পান স্থানীয় কয়েকজন। মরদেহের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়।

পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে রওনা দিই। বিষয়টি নৌ পুলিশকে অবহিত করা হয়েছে।

নৌ পুলিশের এস আই আব্দুর সবুর দুপুর সোয়া ২টার দিকে স্থানীয়দের সহয়াতায় নদ থেকে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ৩টা) পর্যন্তও মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নদীর প্রবাহ ও অবস্থান অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, মরদেহটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে রহস্যজনকভাবে মরদেহ ভেসে আসার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন