খুলনার বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ক্রেতাদের বাড়তি গুণতে হচ্ছে ৫ থেকে ১০ টাকা। এই সপ্তাহে সবজিতে রয়েছে অস্বস্তি। ফলে বাড়তি দামে সবজি কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষেরা।
শনিবার (২ আগস্ট) খুলনার নতুন বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার এবং রূপসা কেসিসি মার্কেট ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের ৫৫-৬০ টাকার পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। বাজারে আলু ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পুইশাক ৪০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, মাঝারি সাইজের লাউ ৬০ টাকা, আমড়া ৪০ টাকা, কাঁচকলা এক হালি ৪০ টাকা, ধুন্দুল ৫০-৬০ টাকা, শসা ৫০ টাকা, চিচিংগা ৭০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙে ১০০ টাকা, উচ্ছে ১০০ টাকা, বেগুন ১৪০ টাকা, কাকরোল ৮০ টাকা। এছাড়া প্রতি কেজি মসুর ডাল মোটা ১২০ টাকা ও চিকন বিক্রি হচ্ছে ১৩০ টাকা করে। ছোলার দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
ময়লাপোতা সন্ধ্যা বাজারে আসা অপু বলেন, বাজার-দর বেশ চড়া। সবজি কিনতে হিমসিম খেতে হচ্ছে। এভাবে বাজারে ব্যয় বাড়লে সঞ্চয় করা কষ্টকর।
নতুন বাজারের এক ক্রেতা রহিমা খানম বলেন,‘এমন সময় অন্য বছরের তুলনায় দাম বেশি। বৃষ্টির ফলে বাজারে সরবরাহ কম তাই দাম বেশি এজন্য যে পরিমাণ বাজার করার ইচ্ছে ছিলো সে পরিমাণ কিনতে পারি নাই। সাধের সাথে সাধ্যের মিল রাখতে পারছি না। বৃষ্টির পরিমাণ কমলে সরবরাহ বাড়বে তাতে সামনে হয়তো দাম কমবে।
রুপসা কেসিসি বাজারের সবজি বিক্রেতা হাবিবুর রহমান বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম কিছুটা বেশি, ফলে ক্রেতারা সবজি কম কিনছে।
খুলনা গেজেট/রহমাতুল্লাহ/এসএস