খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, প্রায় দেড় যুগ ভোটাধিকার বঞ্চিত গণতন্ত্র জন্য ক্ষুধার্থ ১২ কোটি ভোটার একটি অবাধ, সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের অধীর আগ্রহে অপেক্ষা করছে।
গতকাল শুক্রবার (০১ আগস্ট) বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগনের ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখন বিএনপি গণতন্ত্রের একমাত্র শক্তি হিসেবে দেশের মানুষের পাশে দাড়িয়েছে নির্মোহভাবেই। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/পৌরসভা বিএনপি’র শীর্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া চলছে। ঠিক একই ভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের রাজপথের লড়াই চলমান রাখতে হবে। এদেশের মানুষ চরম দুঃশাসনের শিকার হয়েছে। অবৈধ হাসিনা সরকার লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। জনগনের ভোটাধিকার হরণ করেছেন। গুম-খুন করেছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে। যারই ফলশ্রুতিতে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। শেখের বেটি শেখ হাসিনা পালায় না বলে দম্ভোক্তির একদিন পরেই কিন্তু তিনি পালিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা মন্টু বলেন, দেশের মানুষ কিন্তু এখনো নিরাপদ নয়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারবার আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আধিপত্য দেশের লোলুপ দৃষ্টি আমাদের দেশের উপর রয়েছে। আমাদের শান্তিপূর্ণ দেশকে অস্থিতিশীলতার সৃষ্টির পায়চারী করছে। মনে রাখতে হবে; বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, তবে প্রভু নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমার ঐক্যবদ্ধ থাকলে বিএনপি নেতাকর্মীদের আশেপাশেও প্রতিদ্বন্দ্বিতায় কেউ আসতে পারবে না। সকল মতভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের ইস্পাত কঠিন ঐক্যের আহবান জানিয়েছেন তিনি।
শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি নেতা শেখ আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, শেখ আনিছুর রহমান, শেখ আলী আজগর, ইলিয়াস হোসেন মল্লিক, শাহনুর রহমান আরজু, শেখ নাজমুস সাকির পিন্টু, মল্লিক আব্দুস সালাম, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু প্রমুখ।
খুলনা গেজেট/এসএস