খুলনায় স্থানীয় পত্রিকার গেটকিপারদের সঙ্গে ‘ইন্টারেকশন মিটিং উইথ মিডিয়া গেটকিপার্স অন ডিজিটাল এন্ড ফিজিক্যাল সেফটি’ নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (৩১ জুলাই) নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়। ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এ সভার আয়োজন করে।
আলোচনায় সংবাদ প্রতিবেদকদের নিরাপত্তা এবং মিডিয়া হাউসের অংশগ্রহণকারীদের দায়িত্ব, মিডিয়ার গেটকিপারদের নিরাপত্তা (যেমন- সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক এবং নিউজ রুম সম্পাদক), মিডিয়া- স্ব-নিয়ন্ত্রণ, সংবাদ কক্ষের নিয়মাবলী, সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনের জন্য নীতিমালা, ভুল তথ্য এবং ঘৃণাত্মক বক্তব্য মোকাবেলা, সংবাদপত্রের স্বাধীনতা এবং মিডিয়ার পেশাদারদের সুরক্ষার জন্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লিখিত বিষয়গুলোতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও সঞ্চালনা করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক এর খুলনার সমন্বয়কারি দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের কর্মকর্তা রেজাউল করিম ও প্রশিক্ষক মীর রায়হান মাসুদ।
এতে খুলনার আঞ্চলিক পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক এবং নিউজ রুম সম্পাদকগণ অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এএজে