Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুমেক হাসপাতালে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের এক রোগী মারা গেছেন। বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ২১ জুলাই খুমেক হাসপাতালে বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছিল। রতিকান্ত ডাকুয়া করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তৃতীয় রোগী।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, খুলনার খালিশপুর গাবতলার বাসিন্দা রতিকান্ত ডাকুয়া গত সোমবার (২৮ জুলাই) সকাল ৮ টা ২৫ মিনিটে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হয়। আজ সকালে ৯টায় তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন