Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসা খেয়াঘাটে পন্টুন সমস্যায় ভোগান্তি, শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রূপসা খেয়াঘাটে যাত্রী ওঠানামায় শৃঙ্খলার অভাব ও পন্টুন সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বুধবার (৩০ জুলাই) বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিক্তা।

রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, রূপসা খেয়াঘাটে যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে পন্টুন সমস্যার সমাধান করা হবে। খেয়াঘাটে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি বাসস্ট্যান্ডসহ অন্যান্য স্থানে এলোমেলোভাবে গাড়ি রাখার প্রবণতা বন্ধ করে সারিবদ্ধভাবে রাখার নির্দেশনা দেওয়ার কথাও জানান।

সভায় রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘরে বসে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার পদ্ধতি ভিডিও প্রজেকশনের মাধ্যমে প্রদর্শন করেন। তিনি বলেন, হাতের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ সার্চ করে সহজেই আবেদনপত্র পূরণ করে জিডি করা যাবে। এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।

সভায় আরও আলোচনায় উঠে আসে- মাদক ও জুয়া প্রতিরোধে নজরদারি বৃদ্ধি, বাল্যবিবাহ রোধে জনসচেতনতা, প্রতিটি শিশুর জন্মের পর জন্মনিবন্ধন বাধ্যতামূলক করাসহ ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধ ও সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের বিষয়গুলো।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাজেদুল হক কাওসার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার-ভিডিপি কর্মকর্তা বিপুল গাজীসহ ইউনিয়ন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন