Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ‘সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা’ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে সমাপনী দিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। ইউনেস্কো-আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ প্রশিক্ষণাথী অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। সাংবাদিকরা সর্বদা ঝুঁকির মধ্যে কাজ করেন। প্রশিক্ষণটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উপকারে আসবে।

তিনি আরও বলেন, নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের খেয়াল রাখতে হবে তাদের প্রতিবেদনের কারণে নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকেই যার যার সীমারেখা মেনে আমরা যদি কাজ করি এবং অপরের কাজ করার সুযোগ দেই তাহলে সমাজ বদলে যাবে।

তিনদিনের প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক এর সম্পাদক শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক এর খুলনার সমন্বয়কারি দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন