Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় রেবেকা হত্যাকান্ডের আসামি আটক

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় কোমলপুর গ্রামের দিনমজুর রেবেকা বেগম(৪২) হত্যাকান্ডের ঘটনায় প্রদ্যুৎ মন্ডল (৫৩) কে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) রাতে খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে আটক করা হয়।

জানা যায়, উপজেলার গুটুদিয়া ইউয়িনের কোমলপুর গ্রামের অসহায় দিনমজুর রেবেকা বেগম গত ২১ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। পরদিন ২২ জুন পাশ্ববর্তী বান্দা লোহাইডাঙ্গা বিলের একটি মৎস্য ঘেরের ভেঁড়ির উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেবেকার বোন পারুল বেগম বাদী হয়ে ২৩ জুন ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন । যার নং-১৬।

পুলিশ নিহত ব্যক্তির হত্যাকান্ড নিয়ে তদন্ত অভিযান শুরু করেন। এনিয়ে স্থানীয় ঘের ব্যবসায়ী লোহাইডাঙ্গা গ্রামের ননী মন্ডলের ছেলে প্রদ্যুৎ মন্ডলের সাথে নিহত ব্যক্তির একটি ঘনিষ্ঠ সর্ম্পক সর্বত্র আলোচনায় আসে। ঘটনার পর প্রদ্যুৎ বাড়ি ছেড়ে আত্মগোপনে যাওয়ায় সকলের ধারনা প্রদ্যুৎ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

স্থানীয় এলাকাবাসী কোমলপুর গাজী মোড় এলাকায় গত ১৮ জুলাই রেবেকার হত্যার মুল রহস্য ও হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে একটি সমাবেশ ও মানববন্ধন করে। এতে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। একপর্যায় রবিবার সন্ধ্যায় খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল ও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুলনার গল্লামারি এলাকা থেকে প্রদ্যুৎ মন্ডলকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, নিহত রেবেকা বেগম লোকের বাড়িতে কামলার কাজ করে জীবন চালাতেন। ২২ জুন বান্দা এলাকার বিলের মৎস্য ঘেরের ভেড়ির উপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই মামলার আসামী প্রদ্যুৎ মন্ডলকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে।

খুলনা গেজেট/এসএস

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন