বটিয়াঘাটায় নদী, নালা ও খালের অবৈধ দখল উচ্ছেদ

বটিয়াঘাটা প্রতিনিধি

শুরু হয়েছে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন সরকারি নদী, নালা ও খালের অবৈধ উচ্ছেদ অভিযান। তারই ধারাবাহিকতায় সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রামবাসীদের সাথে নিয়ে বটিয়াঘাটা এসিল্যান্ড সুরখালী ইউনিয়নের নাইনখালী নদীতে অবৈধ বাধ উচ্ছেদ শুরু করেছেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে একটি মহল নদীটি বিভিন্ন স্থানে দখল করে মাছ চাষ করে আসছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত ঈল ইভান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরখালি ইউনিয়ন ভূমি অফিসার নায়েব মো. জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, স্থানীয় মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত ঈল ইভান বলেন, আজ নাইনখালি নদীতে অবৈধভাবে দখল করে রাখা ৯টি স্থান উচ্ছেদ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ভাবে দখলকৃত নদী, নালা, খাল জনগণের জন্য দখলমুক্ত করে উন্মুক্ত করা হবে।

তিনি আরো বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন