Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই সকল রাজনৈতিক সংকট সমাধান করা সম্ভব: অমিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সংকট সমাধান করা সম্ভব। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হবে।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় সুন্দরবন কলেজের দেয়ালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে গত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামের ইতিহাসকে স্মরণ করা এবং হাসিনা সরকারের পতনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। গ্রাফিতি হলো প্রতিবাদের ভাষা। যখন কথা বলার সুযোগ ছিল না, তখন কর্মীরা রাতের আঁধারে দেয়াল লিখনের মাধ্যমে জনগণের মনের কথা তুলে ধরত। সেই ইতিহাসকে স্মরণ করতেই এই কর্মসূচি। একেকটি ছবি, একেকটি বক্তব্য, একেকটি স্লোগান এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্তর্বরতীকালীন সরকার প্রধানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পর নির্বাচনের সংশয় কেটে যাচ্ছে। কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল  আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, ছাত্রদলের সদস্য বিদায়ী সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস, ছাত্রদল নেতা মোঃ শাকিল আহমেদ, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, নাসিম রহমান নাহিদ, শামসাদ হোসেন আবিদ, মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম, এম এম মুন্না, মোঃ এনামুল মল্লিক, মানসুরা রহমান অর্পা, বেল্লাল মুসতাকিম রাজ, মারুফুর রহমান, আব্দুস সালাম, নাম্মিন হোসেন মারজান, সাজ্জাদ হোসেন রিপ্পি, আরিফুল ইসলাম আরিফ, রাকিব হাসান, আলমগীর হোসেন, রিফাত ইসলাম, আব্দুর রাকিব, আবু ওবায়দা মাহিম, সানজিদা সরোয়ার আনিকা, ইসমাঈল ইসলাম, মোঃ নিহাল হোসেন, নাহীদ কবির প্রমূখ। সুন্দরবন কলেজের পর আজম খান কমার্স কলেজ সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি মহাসিন কলেজ, বি এল বিশ্ববিদ্যালয় কলেজের  কর্মসূচি নেতৃবৃন্দ উদ্বোধন করেন।

উল্লেখ্য, বিএনপি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।এই কর্মসূচির অংশ হিসেবে খুলনায় আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটকসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গত ১৬ বছরের সংগ্রামের কথা স্মরণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন