খুলনার ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যানের অব্যহতি চেয়ে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ওই ইউপি’র নয় সদস্য। রোববার সকালে (২৭ এপ্রিল) খুলনা জেলা প্রশাসকের কাছে তাঁরা লিখিত অভিযোগ করেন। অভিযোগে সই করা ৯ ইউপি সদস্য হলেন, মোঃ হাবিবুর রহমান খান, জিএম আছাবুর রহমান, আব্দুল গাফফার গাজী, মোঃ আবু বক্কার খান, নাজমুল হোসেন বিশ্বাস, দেবাশীষ মন্ডল, পারুল আক্তার, আর্জিনা বেগম ও আসমা পারভীন।
অভিযোগে বলা হয়েছে, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ইউনিয়ন পরিষদের দোকান ঘর ভাড়ার টাকাসহ টিসিবির পন্য নিজ বাড়িতে নিয়ে তিনি আত্মসাৎ করে আসছেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামী লীগের সময় ইউনিয়ন পরিষদে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। বিভিন্ন প্রকল্পে মেম্বরগণের স্বাক্ষর নিয়ে তিনি নিজেই টাকা উত্তোলন করেছেন। এমনকি মেম্বারদের ভাতার টাকাও তিনি আত্মসাৎ করেছেন। যে কারণে ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে চেয়ারম্যান গাজী হুমায়ুন বুলুর অব্যহতি চেয়েছেন।
এ অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। কিছু কুচক্রিমহল জোরপূর্বক ওই অভিযোগ পত্রে মেম্বারদের স্বাক্ষর নিয়েছে।
ওই অভিযোগ পত্রে স্বাক্ষরিত দেবাশীষ মন্ডল নামের এক ইউপি সদস্য জানান, গত ২৫ তারিখ ৬নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান খান ১০/১৫ জন লোক নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অভিযোগ পত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। বিষয়টি নিয়ে পরদিন ২৬ তারিখে লিখিতভাবে তিনি ইউএনওকে অবহিত করেছেন।
খুলনা গেজেট/এসএস