Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘জলবায়ূ পরিবর্তন ও মিথ্যা সমাধান’ শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মিথ্যা সমাধান খুলনাসহ উপকূলীয় অঞ্চলকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। যার প্রকৃত উদাহরণ মোংলার জয়মনি, কাটাখালী, চিলা, খুলনার দাকোপের বানীশান্তাসহ বিস্তৃণ এলাকা। মোংলা বন্দরের ন্যব্যতার জন্য এসব এলাকার শত শত বিঘা তিন ফসলী জমিতে বালু ফেলে বিপর্যয় ডেকে আনা হয়েছে। এতে যেমন ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। তেমনি জলাবদ্ধতা, পানি ও বায়ূ দূষণে এ অঞ্চলের মানুষ শারীরিক ও মানসিক বিপযর্য়ের শিকার হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা নানাবিধ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অথচ জন দাবি উপেক্ষা করে এসব এলাকায় নদীর বালু তুলে ফেলা হচ্ছে।

রবিবার (২৭ জুলাই) সকালে খুলনা প্রেসক্লাবে ‘জলবায়ূ পরিবর্তন ও মিথ্যা সমাধান’- শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা বাদাবন সংঘ এ সভার আয়োজন করে।

বাদাবনের নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে ও পরিবেশ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, বনবিভাগের সহকারী বন সংরক্ষক এম কেএম ইকবাল হোসেন চৌধুরী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, পরিবেশকর্মী মো: নুর আলম, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলদার, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে, আবুল হাসান হিমালয়, দীপংকর রায়, আশরাফুল ইসলাম নূর, মনিরুল হায়দার ইকবাল, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, অজন্তা দাস, রেখা মারিয়া বৈরাগী, ভুক্তভোগী গীতা প্রামাণিক, হিরম্ময় রায়, রাজনীতিক জর্নান্দন দত্ত নান্টু, পরির্তনের এম নাজমুল ডেভিড, আইনজীবী জাহাঙ্গীল আলম সিদ্দিকী প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন বাদাবনের প্রোগাম অফিসার ফারিয়া জেসমিন।

মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, রাজনীতিবিদদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠী মতামত গ্রহণ জরুরী। রামপাল বিদ্যুৎকেন্দ্রে স্থাপনের বিরুদ্ধে স্থানীয় জনগোষ্ঠী, পরিবেশবাদীরা প্রতিবাদ জানালেও কোন কর্ণপাত করা হয়নি। খুলনা উপকূলে অপরিকল্পিত উন্নয়নে নদীগুলোর নাব্যতা হ্রাস পেয়ে ভরাট হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত উন্নয়ন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ূ পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে খুলনা উপকূল। এই ঝুঁকি মোকাবেলায় সকলকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন