Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পাইকগাছায় শিক্ষক পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা থানা থেকে ১ কিলোমিটার দূরে শিববাটী ব্রিজের নিকটবর্তী গভীর রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় শিক্ষক দম্পতিকে মারপিট করা হয়েছে বলে গৃহকর্তা স্কুল শিক্ষক বিজন কান্তি মন্ডল নিশ্চিত করেন।

শনিবার (২৭ জুলাই) গভীর রাতে ৩/৪ জন ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে রাত আনুমানিক ২টার দিকে আমার বাড়িতে প্রবেশ করে। সংঘবদ্ধ ডাকাত দল রান্নাঘরের জানালা দিয়ে রডের সাহায্যে থাকার ঘরের ছিটকানি খুলে প্রবেশ করে। এসময় ডাকাত দল আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে। পরে ঘরে থাকা আলমারি ও শোকেস ভেঙ্গে সেখানে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতিকালে তাদের হাতে পিস্তল, রড ও দেশিয় অস্ত্র ছিল। এ সংক্রান্তে থানায় অভিযোগ করেছি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আমরা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করছি। এখনো লিখিত অভিযোগ পাইনি।

 

খুলনা গেজেট/এনএম/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন