Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় জুলাই পুনর্জাগরণে শপথ

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, কযরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, শিক্ষার্থী আশিকুল ইসলাম জীবন, জুলাই কন্যা, আজমীরা ইসলাম জবা, ফারাহ রওশন হৃদি প্রমুখ।

এসময় বক্তরা বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জাগরণই পারে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন