ডুমুরিয়ায় ২০২২-২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের সেরা ৩৩জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন প্রকল্পের আওতায় এ পুরস্কার দেয়া হয়। শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নান।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা ও উপ-পরিচালক মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।
এসময়ে বক্তব্যদেন শহীদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, বান্দা কলেজ অধ্যক্ষ সৌমেন মন্ডল, বানিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যাঃ মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, মধুগ্রাম আলিয়া মাদ্রাসা সুপার মাওঃ মহিবুর রহমান, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন প্রমুখ।
খুলনা গেজেট/এএজে