Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

হলের সিট ভাড়া কমাতে প্রিন্সিপালের কাছে কমার্স কলেজ শিবিরের স্মারকলিপি

গেজেট ডেস্ক

খুলনা কমার্স কলেজ পরিচালিত মজিদ হলে আবাসিক ছাত্রদের সিট ভাড়া কমানোর দাবিতে প্রিন্সিপাল বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আযম খান সরকারি কমার্স কলেজ শাখা। সোমবার  আযম খান সরকারি কমার্স কলেজের প্রিন্সিপাল প্রফেসর লুৎফর রহমান প্রধানের কাছে স্মারকলিপি তুলে দেন কমার্স কলেজ ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ তারেক রহমান ও সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

স্মারকলিপিতে নেতারা বলেন, সম্প্রতি কলেজের মজিদ হলের আবাসিক ছাত্রদের সিট ভাড়া ৫০০ (পাঁচশত) টাকা থেকে ৬০০ (ছয়শত) টাকায় বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পক্ষে এই অতিরিক্ত বোঝা বহন করা কষ্টসাধ্য। ছাত্রবান্ধব সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ উক্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে।

ছাত্রদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে ছাত্রশিবির হলের সিট ভাড়ার বিষয়ে নিম্নোক্ত দাবীসমূহ পেশ করছে:
১. সিট ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে পূর্বের হারে ফিরিয়ে আনা হোক।
২. ভবিষ্যতে কোনও ফি বা ভাড়া বৃদ্ধির আগে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করা হোক।
৩. হলের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হোক।

আমরা আশা করি, মহোদয় আমাদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে ছাত্রদের কল্যাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

এসময় আরো উপস্থিতি ছিলেন কলেজ শিবিরের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাহিত্য সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবা সম্পাদক শাহাদাত হোসেন, মাহিদুল ইসলাম, আলিফ হোসেন, সামিউল, জিহাদ, জুবায়ের প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন