খুলনার রূপসা এলাকা থেকে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক ভুয়া সদস্যকে আটক করেছে রূপসা থানা পুলিশ।
উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ভুয়া ডিজিএফআই সদস্যের নাম মো. স্বাধীন হোসেন (২৬)। স্বাধীন যশোর কোতোয়ালি থানার চুরামনকাঠির পালবাড়ি মোড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। সে রূপসার রহিম নগরের পান্নার বাড়ির ভাড়াটিয়া হিসেবে ছিল। রূপসা থানার অফিসার ইনচার্জ খুলনা গেজেটকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা-পয়সা নেওয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে