Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কটি বেহাল দশার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এরইমধ্যে সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রূপসা খেয়াঘাটের পূর্বপারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর সমাধি কমপ্লেক্সের ঠিক পাশ দিয়ে রূপসা সেতুর দিকে চলে গেছে সড়কটি। প্রায় তিন কিলোমিটার সড়ক জুড়ে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। বীরশ্রেষ্ঠের নামের এই সড়কটি প্রায় ২২ বছর আগে নির্মাণ করা হয়। তবে সড়কটি দীর্ঘ ছয় বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বেশির ভাগ জায়গায় পিচের চিহ্নমাত্র নেই। নেই খোয়া, বেরিয়ে এসেছে মাটি। সরকটিতে রয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কিছু কিছু স্থানে ইটের আদলা ফেলে গর্ত ভরাট করা হয়েছে। একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে। এতে সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষের। এছাড়া প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সড়কটির দুই পাশে ছোট-বড় অসংখ্য শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে দেশের অন্যতম রপ্তানি খাত চিংড়ি হিমায়িত করে প্রক্রিয়াজাতকরণের প্রায় ১৭টি কারখানা, বরফকল, অসংখ্য মাছের ডিপো, ৩টি প্রাথমিক বিদ্যালয়, কোস্টগার্ড কার্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। চর রূপসা, বাগমারা, জাবুসা এলাকার মানুষ যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করে। সড়কের পাশের বিভিন্ন কোম্পানির কয়েক হাজার শ্রমিক ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন।

ভ্যানচালক ফয়সাল শেখ খুলনা গেজেটকে বলেন, রাস্তাটার অবস্থা খুব খারাপ। যাত্রী নিয়ে গাড়ি চালিয়ে যাওয়া বেশ কঠিন। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে গাড়ি চালাই। বালু ও মাছের ট্রাকসহ সবধরনের ভারী গাড়ি চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ট্রাক চালক আলতাফ হোসেন বলেন, সড়কের বেহাল দশার কারণে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। সারাদিন গাড়ি চালিয়ে ক্যাশ বাচে ১ হাজার ৫০০ টাকা। গাড়ির পিছনে ব্যয় করছে দুই হাজার টাকা। সড়কের বিভিন্ন স্থানে টাকা দেবে গিয়ে এক্সেল ভেঙে যাচ্ছে। গাড়ির সমস্যা হচ্ছে। এই রাস্তাটুকুর জন্য আমাদের সংসার চলছে না। এরা সড়কটির পাশে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা। কিন্তু এ রাস্তা মেরামত হয় না। সড়কটি দ্রুত নতুন করে তৈরি করার দাবী জানাচ্ছি।

স্কুল শিক্ষার্থী জুবায়ের রহমান বলেন, আমাদের এই সড়কটির খুব বাজে অবস্থা। একটু বৃষ্টি হলে এই সড়কদিয়ে চলাচল করা যায় না। আর শুকনোর সময় ধুলায় জর্জরিত হয়ে যেতে হয়।

স্থানীয় কামরুল ইসলাম বলেন, বর্তমানে রাস্তাটি দিয়ে চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। রাস্তাটি এতটাই খারাপ যে একদিন যানবাহনে চলাচল করলে গায়ে ব্যথা হয়। জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইলিয়াস শেখ খুলনা গেজেটকে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির খুব খারাপ অবস্থা। এতে স্থানীয়দের চলাচলে খুব অসুবিধা হচ্ছে। সড়কটি দ্রুত নতুন করে তৈরির দাবি জানাচ্ছি।

রূপসা উপজেলা প্রকৌশলী শোভন সরকার খুলনা গেজেটকে বলেন, জাবুসা রূপসা ফেরিঘাট সড়কটি উপজেলার অতি গুরুত্বপূর্ণ একটি রোড। বর্তমানে এটি মেরামত করা প্রয়োজন। আগামী বছরে আমরা ডিএফটি সল্ট করবো।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন