দিঘলিয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলাধীন ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।

রবিবার (২০ জুলাই) বিকালে আলহাজ্ব সারোওয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু কামরুজ্জামান টুকু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলা দলের নেত্রী এ্যাডঃ সেতারা বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিনেতা শরীফ ইকবাল হোসেন, মোল্লা নাজমুল হক, শেখ মোসলেম উদ্দিন, মনিরুজ্জামান মাস্টার, দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাসেদ কবির জুয়েল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু প্রমূখ।

 

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন