খুলনার পাইকগাছায় অস্ত্র ককটেলসহ একই পরিবারের তিনজনকে ষড়যন্ত্রমূলক ঘটনায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রসময় বিশ্বাস (৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯) ।
মানববন্ধনে বক্তৃতা করেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংক মন্ডল, দিপালী বিশ্বাসসহ অনেকে। ভুক্তভোগী পরিবের সদস্যরা এই ঘটনার বর্ণনা দেন।
মানববন্ধনে নির্মল বিশ্বাসের সভাপতিত্বে বক্তারা বলেন, গত ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের জ্বালানী রাখা ভাঙ্গা ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান, ককটেল, ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় তাদেরকে গ্রেপ্তার করে হয়।
বক্তারা আরো বলেন, যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে। জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীদের বিরোধ রয়েছে।
এদিকে মানববন্ধন চলাকালে দিলীপের সহযোগী মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী ঘটনার বর্ণনা কালে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে প্রকাশ্যে হুমকি দেয়।