বাড়ি থেকে সাইকেল চালিয়ে ঘেরে যাওয়া হলোনা বৃদ্ধ মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধের। সড়কে দ্রুত গতির ট্রলি কেড়ে নিলো প্রাণ।
জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নে বোরহানপুর গ্রামের মৃত মেনু গাজীর ছেলে মোকছেদ গাজী বাড়ি থেকে সাইকেল চালিয়ে মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে পৌঁছালে পিছন দিক থেকে মিনারুলের ইট ভাটা থেকে ইট বোঝায় দ্রুত গতির ট্রলি ধাক্কা দিলে পড়ে যায় এবং কোমরের উপর দিয়ে ট্রলির চাকা চলে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রলির চালক একই গ্রামের ইকবাল হোসেন ট্রলি রেখে পালিয়েছে বলে স্থানীয়রা জানান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম