Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনার বাজারে বেশির ভাগ সবজির দাম ৫০ টাকার ওপরে

রহমাতুল্লাহ

খুলনার বাজারে বৃদ্ধি পেয়েছে অধিকাংশ সবজির দাম। এতে অস্বস্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষ। দাম উর্ধ্বগতিতে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সবজির দাম গত সপ্তাহের থেকে ১০-২০ টাকা বেশি বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজার, রূপসা কেসিসি মার্কেট ও গল্লামারীর বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যেসব সবজির দাম বেড়েছে তার মধ্যে রয়েছে- প্রতি কেজি পুইশাক এখন ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। প্রতি কেজি লালশাক ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। কাঁচা মরিচ ২০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। মিষ্টি কুমড়া ও আমড়া ৪০-৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা।

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যেসব সবজির দাম কিছুটা কম তার মধ্যে রয়েছে- প্রতি কেজি বরবটি ৬০-৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা। ওল এবং উচ্ছে ৬০-৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা। টমেটো ১২০-১৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৬০ টাকা। রসুন চায়না ১৮০ টাকা, দেশি ১৪০ ও ১৬০ টাকা, যা গত সপ্তাহের থেকে ১০-২০ টাকা কমেছে।

এদিকে প্রতি কেজি আলু ২৫-৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৫৫-৬০ টাকা, চিচিংগা ৫০-৬০ টাকা, প্রতি কেজি পটল ৫০ টাকা, শসা ৭০-৮০ টাকা। প্রতি কেজি বেগুন ৯০-১০০ টাকা, ঢেড়শ ও কাকরোল ৭০-৮০ টাকা, মাঝারি সাইজের লাউ ৫০-৬০ টাকা যা এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে।

তাছাড়া অপরিবর্তিত রয়েছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা ১০০ টাকা ও বুট ৭০ টাকা। প্রতি কেজি মসুর ডাল মোটা ১১০ টাকা ও চিকন বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা করে।

ময়লাপোতা বাজারের সবজি বিক্রেতা আব্দুল্লাহ বলেন, ‘প্রতি বছর এরকম সময়ে দামটা একটু বেশি থাকে, কিছুদিন পর থেকে দাম কমে।’

খুলনার বিভিন্ন বাজার ঘুরে মাছ বিক্রেতাদের তথ্যমতে, প্রতি কেজি বড় সাইজের ভেটকি মাছ ৮০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিলো ৯০০-১০০০ টাকা। বড় সাইজের কাতলা মাছ ৮০০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ৯০০-১০০০ টাকা। তবে মাঝারি সাইজের ভেটকি মাছ ৬৫০ টাকা যা অপরিবর্তিত রয়েছে।

খুলনা গেজেট/এইচ/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন