Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা(৬৫)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, স্ট্রকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা অসুস্থতায় ভুগছিলেন। গত সপ্তাহ খানেক আগে হঠাৎ প্রচন্ড গ্যাসের চাপ দেয়। তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। তিনি মাগুরখালী ইউনিয়নের পরপর তিন বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সে পুর্বপাতিবুনিয়া গ্রামের সুরেশ সানার ছেলে। এর আগেও এক টার্ম চেয়ারম্যান ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন