Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নারীদের স্বাবলম্বী করতে জিয়াউর রহমানের অবদান ছিলো অনস্বীকার্য: মন্টু

রূপসা প্রতিনিধি

রূপসায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রূপসা ডিগ্রি কলেজে মহিলা দল নৈহাটি ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিলো অনস্বীকার্য। সে সময় দেশের নারীদের ভাগ্য উন্নয়নে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলেও তিনিও নারীদের শিক্ষা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের একটি পক্ষ নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিশীঘ্রই জনগন তাদের হীন স্বার্থের সঠিক জবাব দিবে।

সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এ্যাডঃ তাসলিমা খাতুন ছন্দা। আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন, সাধারন সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মহিলাদলের সহ-সভাপতি শাহনাজ ইসলাম, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী জায়েদা, জেলা মহিলা দল সহ-সভাপতি পলি আক্তার রেহেনা ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন