Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দুই দশক পর আজ শিরোমনির সার গোডাউন ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নিজস্ব প্রতি‌বেদক

দীর্ঘ দুই দশক পর আজ বৃহস্পতিবার খানজাহানআলী থানার শিরোমণি সার গুদাম ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৯১৯)’র ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে। ইউনিয়নের কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৪ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি রাসেল গাজী, সহ-সাধারণ সম্পাদক মো. আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও প্রচার সম্পাদক শেখ রাজা রহমান। বাকী তিনটি সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সভাপতি তিনজন প্রার্থী হলেন- মোঃ শামীম, ফিরোজ মোড়ল ও মো. হুসাইন উদ্দিন। সাধারণ সম্পাদক পদে দু’জন হলেন মো. সাইফুল ইসলাম ও সাকিব শেখ। কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন- মো. শামছুর সেখ, মো. রাব্বি হোসেন ও মো. রফিকুল ইসলাম। দীর্ঘদিন পর এ নির্বাচনকে কেন্দ্র করে ঘাটের শ্রমিকদের মধ্যে উৎসাহের আমেজ তৈরি হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাংবাদিক সাইফুল্লা তারেক বলেন, ‘দীর্ঘ দুই দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন করার করার লক্ষ্য ইতিমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে’।

 

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন