Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান বর্ষপূর্তি পালনে খুলনা শ্রমিক দলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালনে কেন্দ্র বিএনপি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে খুলনা শ্রমিক দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক দলের কেন্দ্রিয় কমিটির সদস্য নিজাম উর রহমান লালু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান মুরাদ। ১৮ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় সোনাডাঙ্গা থানা বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতায় দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে দলীয় সকল নেতাকর্মিদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম লাল, মো.শামীম খান, আকরাম হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম, সাইমুন ইসলাম রাজ্জাক, শেখ আলমগীর হোসেন, মো. জামাল হোসেন চৌধুরী, মো. লাচ্চু, মো. আয়নাল হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আনোয়ার হোসেন, নুরু সরদার, মোহর আলী, ওহিদুল ইসলাম, খোকন হাওলাদার, আলমগীর ব্যাপারী, মো. লালন জমাদ্দার, মো. ইউনুস শিকদার, মো. লাল শিকদার, মো. রফিকুল ইসলাম, দুলাল মাতুব্বর, খান সাহেব, রফিকুল হাওলাদার, মো. মাসুদ, ছাত্রদলের মো. নাঈম ইসলাম, মো. জীবন মীর, মো. মাসুম, মো. বিপ্লব, মিনারুল ইসলাম, মো. শাহীন প্রমুখ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন